মন, গহন কাননে বাজে মোহন বাঁশী।
যে শুনে সেই বাঁশীর তান, হ’য়ে যায় উদাসী।
তানেতে লহরী ধ্বনি, উদাস করে পরশ মণি,
সদায় দিছে হাত ছানি,মথুরা উল্লাসী।
প্রতি স্বরে সুধার ধারা, হাওয়ায় খেলে প্রেম ফোয়ারা,
বৃন্দাবনে মাতোয়ারা, হস্তে মোহন বাঁশী।
সে যে থাকে ঐ বাঁশীর পানে, পরশ দৃশ্যে হরষ মনে,
ঘষিলে পরশের মনে, উদয় হয় সন্যাসী।
রেহানদ্দি বধির হলি, বংশীধ্বনি না শুনিলি,
তুর কর্মে নাই বনমালী, গলে মায়া ফাঁসী।