লুক্‌ দিয়ে, লুক খেলারে মন লোকালোকে দিয়ে লুকি
আঁধার পাশে আলোর রাশি, ভেসে উঠবে মেরে উঁকি।
জ্ঞান চৈতন্য রেখে হুসে, ভক্তি বিশ্বাস এক পাশে,
প্রেম লুকি দাও অনায়াসে, অধর নামে দিয়ে ঝুঁকি
রঙ্গে খেল রঙ্গের খেলা, প্রেম রঙ্গেতে উলামেলা,
লুকি দাও সেই কদমতলা, কালার বাঁশী দৃষ্টি রাখি।
শুনাব বাঁশীর এক্ষণি তান, ইচ্ছায় আস্‌বে অধর চান্দ,
অধর মিশবে তোমার স্থান, আর কভু দিবেনা লুকি।
রেনুর মন বোকাপাজী, লুক খেলায় হলনা রাজি।
সদ্য খেলায় দাগাবাজী, ধাঁধায় তোমায় দিল ফাঁকী।