তুমি শ্যামেরে পেলেম না, তুমি আমায় ছেড়ে যেও না।
অগ্নি শিখা মত রহে, সদা আমার মর্মে দহে,
আমি কার কাছে বলিব দুঃখ, সে আমার মর্ম জানে না।
তোমার কথা মনে হইলে, বুক ভেসে যায় নয়ন জলে,
আমার মনের অগ্নি মনে জলে, জল দিলে আর নিভে না।
যখন তোমায় ছাড়া হব, পাষাণেতে মুণ্ড দিব,
জ্ঞান হস্তে অসি লব, ছার জীবন রাখ্‌ব না।
রেনুর মন রাই কিশোরী থাক এখন ধৈর্য্য ধরি,
কৃষ্ণ আছে তোমার পুরী তালাস করে দেখ না।