হেদে হে কমল-কান কা সনে করহ মান
দোষ গুণ কিছুই না লও।
পরবশ রস প্রেম এবে সে জানিল হেম
অমিয়া সেচনে কথা কও।।
তোমার অমৃত বাণী কত বোল পেয়ে জানি
হাসি পরকিত সুধাময়।
এমন রতন ধন পাইয়া অবলা জন
কোথা ছিল হেন মনে লয়।।
তোমার কারণে হরি গৃহকাজ পরিহরি
গুরু গরবিত যত জনে।
তোমার কলঙ্ক-মালা হৃদয়ে পরেছি কালা
লইলাঙ করিয়া চন্দনে।।
যে বল সে বল কানু তোমারে সঁপিনু তনু
মো সবা ছাড়িবে জানি পাছে।
দেখ দেখি ত্রিভুবনে কে বা আছে তোমা বিনে
আর সে দাঁড়াব কার কাছে।।
যে কর উচিত কাজ শুন হে নাগররাজ
পরভাব না করিহ মনে।
ব্রজনারী মনকাম কে পূরাবে ওহে শ্যাম
দীন ক্ষীণ চণ্ডীদাস ভণে।।