হোর দেখ নব নব গৌরাঙ্গ-মাধুরি
রূপে জিতল কোটি কাম।
অঙ্গহি অঙ্গ ঘামকুল সঞ্চরু
যৈছন মোতিম-দাম।।
নয়নহি নির বহ কম্পই থির নহ
হাসি কহত মৃদু বাত।
কো জানে কি ক্ষণে ঘর সঞে আয়লুঁ
ঠেকি গেলুঁ শ্যামর হাত।।
বেশক উচিত দান কতু না শুনিয়ে
কাহাঁ শিখলি অবিচার।
বুঝি দেখি নিরজন বন সে গোবর্দ্ধন
লূটবি তুহুঁ বাটপার।।
সো ইহ ভাব- ডরহি ভরমাইত
কিঞ্চিত পাটল আঁখি।
রাধামোহন কিয়ে আনন্দে ডুবব
ও রস-মাধুরি দেখি।।