অবয়ব সবহি নয়ন পএ ভাস।
অহনিসি ঝাখএ পাওব পাস।।
লাজে ন কহএ হৃদয় অনুমান।
পেম অধিক লঘু জনিত আন।।
সাজনি কি কহব তোর গেআন।
পানী পাএ সিকর ভেল কাহ্ন।।
বহির হোই আনহি কহিঅ সমাদ।
হোএতৌ হে সুমুখি পেম পরমাদ।।
জঞো তহ্নিকে জীবন তোহ কাজ।
গুরুজন পরিজন পরিহর লাজ।।
দণ্ড দিবস দিবসহি হো মাস।
মাস পাব গঞে বরসক পাস।।
তোহর জুড়াই তোহার মান।
গেল বুঝায় কেও আন পরান।।