আইস ধনী রাধা তুমি তনু আধা

”আইস ধনী রাধা তুমি তনু আধা
অনন্ত ভাবিয়া ভাবে।
ভব বিরিঞ্চি তারা নিরন্তর
যে পদপল্লব লবে।।
শুক সনাতন পরম কারণ
ও পদপল্লব লবে।।
শুক সনাতন পরম কারণ
ও পদ আশে।।
ব্রজপুরে হেতা হয়ে গুল্ম লতা
ইহাতে করিয়ে বাসে।।
কেনে তরু লতা হইব দেবতা
কিসের কারণে হেন।
ও পদ-পঙ্কজ রেণুর লাগিয়া
ও হেতু তাহার শুন।।
ধেয়ানে না পায় যাহার চরণ
সে জনা দানের ছলে।
আজু শুভদিন পেয়ে দরশন
তোমারে পেয়েছি কোড়ে।।
তুমি সে পরম আমার মরম
তোমারে ভাবিয়ে সদা।
হৃদয় ভিতরে ভাবিয়ে তোমারে
সদাই আছয়ে বাঁধা ।।
কত ছলা কলা তোমার কারণে
দানের আরতি তাই।”
চণ্ডীদাস বলে ঐ ছন পিরিতি
খুজিয়া পাইবে নাই।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ