”আইস ধনী রাধা তুমি তনু আধা
অনন্ত ভাবিয়া ভাবে।
ভব বিরিঞ্চি তারা নিরন্তর
যে পদপল্লব লবে।।
শুক সনাতন পরম কারণ
ও পদপল্লব লবে।।
শুক সনাতন পরম কারণ
ও পদ আশে।।
ব্রজপুরে হেতা হয়ে গুল্ম লতা
ইহাতে করিয়ে বাসে।।
কেনে তরু লতা হইব দেবতা
কিসের কারণে হেন।
ও পদ-পঙ্কজ রেণুর লাগিয়া
ও হেতু তাহার শুন।।
ধেয়ানে না পায় যাহার চরণ
সে জনা দানের ছলে।
আজু শুভদিন পেয়ে দরশন
তোমারে পেয়েছি কোড়ে।।
তুমি সে পরম আমার মরম
তোমারে ভাবিয়ে সদা।
হৃদয় ভিতরে ভাবিয়ে তোমারে
সদাই আছয়ে বাঁধা ।।
কত ছলা কলা তোমার কারণে
দানের আরতি তাই।”
চণ্ডীদাস বলে ঐ ছন পিরিতি
খুজিয়া পাইবে নাই।।