আই আই লাজের কথা
জাতিকুলনাশা বাণী।
সব বিড়াল্‌নী বোলে রাধা
শ্যামসোহাগিনী।।
ঝাড়া কাপড় পরি যদি
বোলে দোচারিণী।
সব বিড়াল্‌নী সতা সতী
আমি ভালো জানি।।
একই নগরে ঘর
কৃষ্ণ খেলার সাথী।
সেই পিরীতে নাগর কানাই
আইসে নিতি নিতি।।
লোচন বলে আগো দিদি
ভয় করিছ কারে।
ভুবন যাহার বশ
বশ কর‍্যাছ তারে।।