আই সেই সখী ভেটে চন্দ্রমুখী
শুন সুখমই রাধা।
মুখ তুলি চাহ শুনহ সংবাদ
না কর তিলেক বাধা।।
মুখ তুলি রাই সখী পানে চাই
কহত শ্যামের কথা।
শুনি কিবা রীতি তাহার পীরিতি
ঘুচুক হিয়ার ব্যথা।।
কহ কহ শুনি জুড়াক পরাণী
কেমনে আছয়ে পিয়া।
সুখের বারতা কহ দেখি হেথা
শুনিয়া জুড়াক হিয়া।।
কহে সেই সখী শুন চন্দ্রমুখি
শ্যামেরে দেখিয়ে আনু।
কহিতে কহিতে শ্যামের কাহিনী
মনের হুতাশে মনু।।
তোমার কাহিনী শুনি গুণমণি
কান্দিয়া আকুল বড়ি।
নয়নের লোরে বহি চলে কোড়ে
সঘনে নিশ্বাস ছাড়ি।।
মথুরা নগরে বসি এক ভিতে
নিভৃত হইয়া কান।
মোরে বেরি বেরি পুছয়ে সে হরি
তোহারি গুণের খ্যান।।
কহ কহ আগে রাধার কাহিনী
সে অঙ্গ আছয়ে ভাল।
শুনিতে শুনিতে দশার কখন
কানু সে হইল ঢল।।
কত বা কহব আদর পীরিতি
তুয়া পরসঙ্গ বিনে।
আন নাহি জানে সে বর নাগর
দীন চণ্ডীদাস ভণে।।