আকুল চিকুর বেঢ়লি মুখ সোভ।
রাহু এএল সসিমণ্ডল লোভ।।
বড় অপরুব দুই চেতন মেলি।
বিপরিত রতি কামিনি কর কেলি।।
কুচ বিপরিত বিলম্বিত হার।
কনক কলস বম দূধক ধার।।
পিয় মুখ সুমুখি চূম তেজি ওজ।
চাঁদ অধোমুখ পিবএ সরোজ।।
কিঙ্কিনি রটিত নিতম্বিনি ছাজ।
মদন-মহারথ বাজন বাজ।।
ফজল চিকুর মাল ধর রঙ্গ।
জনি জমুনা মিলু গঙ্গ তরঙ্গ।।
বদন সোহাওন স্রম-জল-বিন্দু।
মদন মোতি লএ পূজল ইন্দু।।
ভনই বিদ্যাপতি রসময় বাণী।
নাগরি রম পিয় অভিমত জানী।।