আজু অবধি দিন ভেলা।
কাক নিয়ড়ে কহি গেলা।।
আজুক প্রাতর সময়ে।
বাম বাহু সঘনে কাঁপয়ে।।
খঞ্জন কমলিনি সঙ্গ।
পুনকে পুরয়ে সব অঙ্গ।।
বাম নয়ন করু পন্দ।
সঘনে খসয়ে নিবিবন্ধ।।
এ লখন বিফল না যাব।
মাধব নিজ গৃহে আব।।
মনরথ কহে শুকসারি।
জ্ঞানদাস সুবিচারি।।