”আন জন যত বলে।
সে সব সৌরভ এ চূয়া চন্দন
করিয়া লইয়াছি হেলে।।
তুমি মোর ধনি নয়ন অঞ্জন
দুটি সে আঁখির আঁখি।
যবে তিল আধু তোমারে না দেখি
মরমে মরিয়া থাকি।।
শয়নে ভোজনে নয়নে নয়নে
আঁখির গোচর যবে।
তবে কি পরাসে জীবই জীবনে
পরাণ না রহে তবে।।
তেজি আন পথ গোপত আরোপি
সকল তোমার পায়।
নিরন্তর মন সঘন সঘন
তুয়া পথ পানে চায়।।
গোলক বিহার পরিহরি রাধা
গোকুলে গোপের ঘরে।
তুয়া আশ বাস, পরশ লাগিয়া
আইনু তোমার তরে।।
তোমা হেন নিধি মোরে দিল বিধি
শুনহ কিশোরী গৌরী।”
চণ্ডীদাসে কয় হেন মনে লয়
কাহে আড় করি।।