আপন বরণ ঘুচান তখন

আপন বরণ ঘুচান তখন
লেপেন কেশেতে মাটী।
তকল্লবি ছাঁদে বসন পিঁধে
রঙ্গে যে চলয়ে হাঁটি।।
মনোহর ঝুলি কাঁধে।
তাহার ভিতর শিকড়-মিকড়
যতন করিয়া বাঁধে।।
ঘুচাইয়া লাজে চিকিৎসক-সাজে
বসিলা রোগীর কাছে।
ঘুচায়ে বসন নিরখে বদন
”রোগে যে ইহার আছে।”
বাম হাত ধরি অঙ্গুলি মোড়ি
দেখে ধাতু কিবা বয়।
”পিরিতের রসে জারিয়াছে বিষে
পরাণ রহে না রয়।।”
হাসিয়া নাগরী উঠে অঙ্গ মোড়ি
”ভাল যে কহিলা বটে।
বল কি খাইলে হইবে সবলে
বেয়াধি কিসে বা টুটে।।”
”ঔষধ যে হয় মনে করি ভয়
এখনি খাওয়াইয়ে যেতেম।
ভাল সে হইত জ্বর যে যাইত
সময় যদি সে পেতাম।।”
তখন নাগরী বুঝিল চাতুরী
ঢীট নাগররাজ।
বাশুলী নিকটে চণ্ডীদাস রটে
এমন কাহার কাজ।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ