আরে দুহুঁ কুঞ্জ ভবনে।
সৌদামিনী অঙ্গ সঁপিল নবঘনে।।
হেমবরণি রাই কালিয়া নাগর।
সোণার কমলে জনু মিলল ভ্রমর।।
নব গোরোচনা গোরী শ্যাম ইন্দীবর।
বিনোদিনী বিজুরি বিনোদ জলধর।।
কাচ বেড়া কাঞ্চন রে কাঞ্চন বেড়া কাচে।
রাই কানু দুহুঁ তনু একই হইয়াছে।।
রাই সে প্রেমের নদী তরঙ্গ অপার।
রসময় নাগর তাতে দিতেছে সাঁতার।।
নিকুঞ্জের ঘর বেড়ি গুঞ্জরিছে অলি।
তার মাঝে রাই কানু সুখে করে কেলি।।
ললিতা বিশাখা আদি চামর ঢুলায়।
নরোত্তম দাস দোঁহার বলিহারি যায়।।