আরে মোর রাম কানাই।
কলিতে হইল দোঁহে চৈতন্য নিতাই।।
পঞ্চরসে মাতাইল অখিল ভুবন।
সে কৃপা নহিল ইহা জানিবে কোন জন।।
যে জন ডুবয়ে এই প্রেম রসে।
তার পদধূলি মাগে নরোত্তম দাসে।।