আ লো সজনি ও কে মুররী বাজায়
শুনিয়া বাঁশির সান তেজিয়া যে লাজ মান, শ্রুতি-মন নিত্য ধায়।
বিনা দরশন জ্বালা অনুক্ষণ কানুক রাখিমু ভায়।
নাসির বচনী শুন লো রমণী ভক্ত-অন্ত ব্রজরায়।।
আ লো সজনি ও কে মুররী বাজায়
শুনিয়া বাঁশির সান তেজিয়া যে লাজ মান, শ্রুতি-মন নিত্য ধায়।
বিনা দরশন জ্বালা অনুক্ষণ কানুক রাখিমু ভায়।
নাসির বচনী শুন লো রমণী ভক্ত-অন্ত ব্রজরায়।।