একদিন মনে রভস-কাজ।
মালিনী হৈলা রসিকরাজ।।
ফুল মালা গাঁথি ঝুলায়ে হাতে।
“কে নিবে কে নিবে” ফুকারে পথে।।
তুরিতে আইলা ভানুর বাড়ী।
বাই কহে,”কত লইবে কড়ি।।”
মালিনী লইয়া নিভৃতে বসি।
মালা মূল করে ঈষৎ হাসি।।
মালিনী কহয়ে “সাজাই আগে।
পাছে দিবা কড়ি যতেক লাগে।।”
এত কহি মালা পড়ায় গলে।
বদন চুম্বন করিল ছলে।।
বুঝিয়া নাগরী ধরিল করে।
এত ঢীটপণা আসিয়া ঘরে।।
নাগর হয়ে নহি যে পর।
চণ্ডীদাস কহে কি কর ডর।।