একদিন মনে রভস কাজ।
মালিনী হইলা রসিকরাজ।।
ফুলমালা গাঁথি ঝুলাই হাতে।
কে নিবে কে নিবে ফুকরে পথে।।
তুরিতে আইলা ভানুর বাড়ী।
রাই কহে কত লইবে কড়ি।।
মালিনী লইয়া নিভৃতে বসি।
মালা মূল করে ঈষৎ হাসি।।
মালিনী কহয়ে সাজাই আগে।
পাছে দিবা কড়ি যতেক লাগে।।
এত কহি মালা পরায় গলে।
বদন চুম্বন করয়ে ছলে।।
বুঝিয়া নাগরী ধরিলা করে।
এত ঢিটপনা আসিয়া ঘরে।।
নাগর কহয়ে নহি যে পর।
চণ্ডীদাস কহে কি কর ডর।।