একদিন যাইতে ননদিনী সনে।
শ্যাম বধুর কথা পড়ি গেল মনে।।
ভাবে ভরল মন চলিতে না পারি।
অবশ হইল তনু কাঁপে থরথরি।।
কি কহিব সখি, সে হইল বিষম দায়।
ঠেকিলুঁ বিপাকে আর না দেখি উপায়।।
ননদী বলয়ে হে লো কিবা তোর হৈল ।
চণ্ডীদাস বলে উহার কপালে যা ছিল।।
একদিন যাইতে ননদিনী সনে।
শ্যাম বধুর কথা পড়ি গেল মনে।।
ভাবে ভরল মন চলিতে না পারি।
অবশ হইল তনু কাঁপে থরথরি।।
কি কহিব সখি, সে হইল বিষম দায়।
ঠেকিলুঁ বিপাকে আর না দেখি উপায়।।
ননদী বলয়ে হে লো কিবা তোর হৈল ।
চণ্ডীদাস বলে উহার কপালে যা ছিল।।