একলি মন্দিরে শুতলি সুন্দরি
কোরহি শ্যামরচন্দ।
তবুহুঁ তাকর পরশ না ভেল
এ বড়ি মরমে ধন্দ।।
সজনি পাওলুঁ পিরীতিক ওর।
শ্যাম সুনাগর রসের সাগর
কঠিন হৃদয় তোর।।ধ্রু।।
কস্তুরী চন্দন অঙ্গে বিলেপন
দেখিয়ে অধিক জোর।
বিবিধ কুসুমে বান্ধল কবরী
শিথিল না ভেল তোর।।
অমল কমল- বদনমাধুরী
না ভেল মধুপ সাথ।
পুছইতে ধনি ধরণী হেরসি
হাসি না কহসি বাত।।
কিবা রতিপতি- বসতি বিষয়ে
দেখিয়া দেয়লি ভঙ্গ।
জ্ঞানদাস কহে এ দোষ কাহার
দৈবে সে না ভেল সঙ্গ।।