একে সে মুরতি তার পিরীতি রসের সার
আঁখি আড়ে চায় বা না চায়।
মধুর মুরলীস্বরে তরুণীপরাণ হরে
না চাহিতে যৌবন যাচায়।।
কালিন্দীকূলে তরুমূলে উরে পীতবাস।
কালাপারা তারে বলি গোয়াল কুলের কালি
আজু দেখি লাগিল তরাস।।ধ্রু।।
ভালে সে কুটিল কেশ মল্লিকা মালতী বেশ
মধুকরী সঙ্গে মধুকর।
চন্দনের বিন্দু তাতে উপমা করিতে চিতে
হারাইল যত বুদ্ধিবল।।
হিয়ায় হিলোলে কত নবীন চম্পক মাল
আরে কহিতে নাহি জানি।
হেরি জ্ঞানদাস কহে যেহ বোল সেহ হয়ে
ভালে ঝুরে রাধা ঠাকুরাণী।।