একে কালা বরণ চিকণ তাহে লেপিয়া
মলয়জ কস্তুরী কুঙ্কুমে।
অঙ্গের সৌরভে মধুকর উড়ে তায়
সাজিয়াছে কাঞ্চন বিদ্রুমে।।
দেখিলুঁ দেখিলুঁ সই যত মনে অনুভই
কহিতে কহিল নয় বোলে।
প্রতি অঙ্গে রসময় পিরীতির আলয়
ভালে তাহে জনমন ভোলে।।
একে সে রসিকরাজ আরে আভরণ সাজ
কুন্তলে কুসুম কত পাঁতিয়া।
আবেশে অবশ গায় চলি আধ আধ পায়
খেনে রহে অতি রসে মাতিয়া।।
পিয়ার আরতি যত অপাঙ্গে ইঙ্গিত কত
কেমন কেমন উঠি চিতে।
জ্ঞানদাসেতে কয় যদি হয় পরিচয়
কিবা হয় তাহার পিরীতে।।