একে দেখি অতি চিতের আরতি
পহিলে না ছিল এত।
ঘরে গুরুজন গঞ্জনা না মানি
নিতি নিবারিব কত।।
সই ঠেকিলুঁ বিষম ফাঁদে।
কানুর পিরিতি তিলেক বিরতি
হইলে পরাণ কাঁদে।।
সহজে মধুর শ্যামের মূরতি।
পিরিতি বুঝিবে কে।
সে সব আদর ভাদর-বাদর
কেমন ধরিব দে।।
চিতোর বিচার উচিত কহিতে
জগত ভরিয়া লাজ।
জ্ঞানদাস কহে ইহার অধিক
রসিক গোপত কাজ।।