এক দিন যাইতে সই ননদিনী সনে।
শ্যাম বঁধুর কথা পড়ি গেল মনে।।
ভাবে ভরল মন চলিতে না পারি।
অবশ হইল তনু কাঁপে থরহরি।।
কি করিব সখি সে হইল বড় দায়।
ঠেকিনু বিপাকে আর না দেখি উপায়।।
ননদী বোলয়ে হা লো কি না তোর হইল।
চণ্ডীদাস বলে উহার কপালে যা ছিল।।