এখনি আমরা গিছিলাম মথুরা
না ছিল যমুনা বান।
হেদে আচম্বিতে ফিরিঞা আসিতে
জল বহে কানে কান।।
বড়াই পরাণ না রহে ধড়ে।
কুমারের চাক জিনি ঘন পাক
ঘুরণী ঘুরিছে জলে।।
তিমিঙ্গিলগণ উঠে ঘন ঘন
দেখিঞা কাঁপএ হিয়া।
হেন মনে লয় পরাণ সংশয়
মথুরার বিকে যাঞা।।
ইবে কেহো যদি গপার কর নদী
বিকাইব তার পায়।
দীনবন্ধু ভণে সহচরী সনে
চাপহ শ্যামের নায়।।