এ বোল শুনিয়া সুবল সাঙ্গাত
কহেন উত্তর বোল।
”ইহার বচন জানিয়ে সকলি
করিব এখন ওর।।
কহেন সুবল সখা।
তোমার চরিত করিব বেকত
তা সনে করাব দেখা।।
তোমার মরম বুঝিনু করম
শুন রসময় কান।
তা সনে মিলন করাব যতনে
ইহাতে নাহিক আন।।
তোমার মরম আমি ভালে জানি
শুনহ মরম-সথা।
বুঝিব চরিত জানিব বেকত
তোমারে করাব দেখা।।
ভাল সে জানিল মনের গুমান
আমি সে করিব তাই।”
সুবলের বোলে অতি কুতূহলে
আনন্দ হইল তাই।।
মর্ম্মসখাগণ বসি পঞ্চজন
সুবল ত্রিবিট তথা।
এ মধুমঙ্গল বিধূষকদল
কহেন মরম কথা।।
এপিচ মদন তেঁইলে সুজন
কহিতে লাগিল তায়।
সুবল বচন মর্ম্মত বেকতা
কহন নাহিক যায়।।
কমলনয়ন কহেন বচন
শুনহ বচন মোর।
চণ্ডীদাস যায় অতি সে ত্বরায়
বৃকভানুপুর ওর।।