এ সখি এ সখি ন বোলহ আন।
তুঅ গুনে’ লুবুধল নিতে আব কান।।
নিতে নিতে নিঅর আব বিনু কাজ।
বেকতেও হৃদয় নুকাবএ লাজ।।
অনতহু জাইত এতহি নিহার।
লুবুধল নয়ন হটএ কে পার।।
সে অতি নাগর তোঞে তসু তূল।
এক নলে গাঁথ দুই জনি ফূল।।
ভনই বিদ্যাপতি কবি কণ্ঠহার।
এক সর মনমথ দুই জিব মার।।