এ সখি পেখলুঁ এক অপুরূপ।
সুনইত মানবি সপন সরূপ।।
কমল জুগল পর চাঁদক মাল।
তাপর উপজল তরুণ তমাল।।
তাপর বেঢ়ল বিজুরিলতা।
কালিন্দি তীর ধীর চলি জাতা।।
সাখাসিখর সুধাকর পাঁতি।
তাহি নব পল্লব অরুনক ভাঁতি।।
বিমল বিম্বফল জুগল বিকাস।
তাপর কীর থীর করু বাস।।
তাপর চঞ্চল খঞ্জন জোর।
তাপর সাপিনি ঝাঁপল মোর।।
এ সখি রঙ্গিনি কহল নিসান।
হেরইতে পুনি হমে হরল গিআন।।
করি বিদ্যাপতি এহ রস ভান।
সুপুরুখ মরম তুহুঁ ভল জান।