এ হরি বলে জদি পরসবি মোয়।
তিরিবধ পাতক লাগএ তোয়।।
তুহু রস আগর নাগর ঢীঠ।
হম না বুঝিএ রস তীত কি মীঠ।।
রস পরসঙ্গ উঠওঁ মঝু কাঁপ।
বানে হরিনি জনি কএলহ্নি ঝাঁপ।।
অসময় আস ন পূরএ কাম।
ভল জন ন কর বিরস পরিনাম।।
বিদ্যাপতি কহ বুঝলহুঁ সাঁচ।
ফলহু ন মীঠ হোঅএ কাঁচ।।