ওকি দেহা।
উয়ল জনু নব মেহা ।।
ওকি এ চূড়া ।
মালতি মাল-মঞ্জুলা ।।
ওকি এ বয়না।
দুহু দিসে চরকায় নয়না।।
ওকি এ ছন্দা।
তিমিরে আগোরল চন্দা।।
ওকি এ গমন মনমথ-সীমা।
ওকি এ চলনী।
মোহন অঙ্গকি বলনী ।।
ওকি এ রসভোরা।
কুবলয় খঞ্জন জোরা।।
ওকি এ হাস্য ।
ভঙ্গুর ভাঁহু বিলাসা।।
ওকি এ লীলা।
অমিয়া-গরলময় শীলা।
ওকি এ মুরলি
গুণ সুনইতে মন ঘুরলী।।
ওকি এ বেশা।
থীর বিজুরি পরকাসা।।
ওকি এ শোভা।
জ্ঞানদাস মন লোভা।।