ওরে মন, তুমি নিতাই চান্দের সঙ্গ ধরো যদি প্রেমের বাজার করো।
আর প্রেমের বাজারের প্রেমের জিনিস যদি খরিদ করো।
ভক্ত-সনে ভক্তি করে মুরশিদের চরণ ধরো।।
আর সোনাপুরে রূপ-কলসী ত্বরাত্বরি ভরো।
ওরে যৈবন তোর গইয়া গেলে মিছা ভবের আশা করো।।
আর দারুণ কোকিলার রবে তনু জরো -জরো।
ওরে, রঙ্গে-রসে দিরমীণ ধরি’ তির্পুণ্যিতে ধিয়ান করো।।
অধম আফজলে বলে কালিয়া বাঁশীর সুরে।
ওরে,জ্বালা দিল মোরে কালিয়া ভাবিয়া হইলাম বেকরার।।