কনক বরন কিয়ে দরপণ
নিছনি দিয়ে যে তার।
কপালে ললিত চাঁদ শোভিত
সুন্দর অরুণ আর।।
সই, কিবা সে মুখের হাসি।
হিয়ার ভিতর পাঁজর কাটিয়া
মরমে রহিল পশি।
গলার উপর মণিময় হার
গগন মণ্ডল হেরু।
কুচযুগ গিরি কনক গাগরি
উলটি পড়য়ে মেরু।।
গুরু যে উরুতে লম্বিত কেশ
হেরি যে সুন্দর ভার।
বহিয়া দুকূল বরণের ফুল
জলদ শোভিত ধার।।
কহে চণ্ডীদাসে বাশুলী আদেশে
হেরিয়া নখের কোণে।
জনম সফলে বিহি আনি দিল
এমন কোন বা জনে।।