কূপক পানি অধিক হোঅ কাটি।
নাগর গুনে নগারি রতি বাটি।।
কোকিল কানন আনিঅ সার।
বর্ষা দাদুর করএ বিহার।।
অহনিসি সাজনি পরিহর রোস।
তঞে নহি জানসি তোরে দোস।।
ছবও বারহ মাসক মেলি।
নাগর চাহএ রঙ্গহি কেলি।।
তে পরি তকর করও পরিণাম।
কু বসু বোল জনু হোএ বিরাম।।
মোরে বোলে দূর কর রোস।
হৃদয় ফুজী কর হরি পরিতোস।।