কবরি বিথারিত বালিশ তলপে।
হরি নীলিম ভুজ ঠেসন অলপে।।
ধনি মুখ মণ্ডল হেরহ সজনী।
ধূসর চাঁদ কিয়ে ভেল রে রজনী।।
উচ কুচ কোরক নখরক দাগে।
শ্যাম সাজাওল নিজ অনুরাগে।।
শিথিল বাহু রহু নাগর কান্ধে।
মরকতে ঢালল হাটক ছান্দে।।
বিপুল নিতম্বহি বিগলিত বসনা।
কানুক জানু কতহি ভেল গহনা।।
প্রতি তনু হেরইতে লাগয়ে চঙ্ক।
সবহুঁ শোহায়ত নাগর অঙ্গ।।
রতি রস আলসে অতিহুঁ বিভোর।
দুহুঁক বিভূষণ দুহুঁ জন কোর।।
যুগল কিশোরক অলস বিলাস।
হেরি কি পূরব কৃষ্ণকান্ত আশ।।