• অঙ্গ মোড়াইছে এ ধনি যবে
    অঙ্গ মোড়াইছে এ ধনি যবে। চমকি নাগর নেহারে তবে।। অলসে অচল আপন দেহ। অলপ বিচ্ছেদে না বান্ধে থেহ।। ব্রজ নব নারি যে জন প্রাণ। রাই অঙ্গ সঙ্গে নিজ না জান।। সুকোমল জানি ধনিক গাত। ঘুমে ঘুমাওত করহি হাত।। কবহি কণ্ঠহি কণ্ঠক লোল। কবহি নিকসে অমিয়া বোল।। এ কিয়ে বদন কছু উঠাই। ওঠ অধর মিঠ মিঠাই।। […] keyboard_arrow_right
  • এ অতি কমলিনি উহ সুকুমার
    এ অতি কমলিনি উহ সুকুমার। রসভরে নিজ নিজ নাহিক সাম্ভার।। নয়ন ঢুলাঢলি ঘরমিত মুখ। অঙ্গ মোড়ায়নি ভূরি কৌতুক।। হোর দেখ রে সখি দুহুঁ অবলীলা। দুহুঁ জন দুহুঁ অঙ্গে রহতহি হিলা।। হেরি দিঠি অঞ্চলে হরি মুখ চাই। অঞ্চলে বীজই ভূরি চমকাই।। রসবতি রাই রসিক বর হেরি। কহতহিঁ হাসি সরস তনু তেরি।। কহইতে নিরখই শ্যাম বয়ান। মৃদুতর […] keyboard_arrow_right
  • একে গিরি গোবর্দ্ধন তাহে সুশোভন বন
    একে গিরি গোবর্দ্ধন তাহে সুশোভন বন তাহে আর চান্দনিয়া রাতি। মণ্ডলীর চারি পাশে বিচিত্র বন্ধনে ভাসে নানাবর্ণে শিলা পাঁতি পাঁতি।। হেরি হেরি দুহুঁজন অতি উলসিত মন পরম মোহন নৃত্য করে। অঙ্গ শোভা মনোরম আন আন নিরখণ অন্তরে আনন্দ নাহি ধরে।। রসভরে দুহুঁ কায় ঢলিয়া ঢলিয়া যায় শিথিলিত ভৈ গেল ছরমে। দুহুঁক রাতুল আঁখি লোহিত ললিত […] keyboard_arrow_right
  • কনক ধরাধর মদহর দেহ
    কনক ধরাধর মদহর দেহ। মদনপরাভব সুবরণ গেহ।। হোর দেখ অপরূপ গৌর কিশোর। কৈছন ভাব নহত কছু ওর।। ঘন পুলকাবলি দিঠি জলধার। উরধ নেহারি রচই ফুতকার।। নিরুপম নিরজন রস বিলাস। অচল সুসঞ্চর গদগদ ভাষ।। কিয়ে বরমাধুরি বাঁশি নিসান। ইহ বলি সঘনে পাতে নিজ কান।। সদন তেজি তব চলত একান্ত। মীলব অব জানি কিয়ে কৃষ্ণকান্ত।। keyboard_arrow_right
  • কবরি বিথারিত বালিশ তলপে
    কবরি বিথারিত বালিশ তলপে। হরি নীলিম ভুজ ঠেসন অলপে।। ধনি মুখ মণ্ডল হেরহ সজনী। ধূসর চাঁদ কিয়ে ভেল রে রজনী।। উচ কুচ কোরক নখরক দাগে। শ্যাম সাজাওল নিজ অনুরাগে।। শিথিল বাহু রহু নাগর কান্ধে। মরকতে ঢালল হাটক ছান্দে।। বিপুল নিতম্বহি বিগলিত বসনা। কানুক জানু কতহি ভেল গহনা।। প্রতি তনু হেরইতে লাগয়ে চঙ্ক। সবহুঁ শোহায়ত নাগর […] keyboard_arrow_right
  • কর অঙ্গুলে হরি ধনিক বদন ধরি
    কর অঙ্গুলে হরি ধনিক বদন ধরি হসি হসি বোলত বাণি। এ তুয়া বদন চাহি মঝু অন্তর কৈছন করত না জানি।। সুন্দরি অতয়ে নিবেদিয়ে তোয়। যৈছন সদয় হৃদয়ে সুখ দেয়লি ঐছে রিঝায়বি মোয়।। নিরুপম রূপ অমিয়া রস পানহি নয়নক সাফলি দেখি। প্রতিতনু সরস পরশ রস লোভহি কাতর ভেল অলেখি।। দারুণ মদন এ হেন জনে মারত সবহুঁক […] keyboard_arrow_right
  • কামিনি কাম কলা কিয়ে জীতল
    কামিনি কাম কলা কিয়ে জীতল নীচল শ্যামরদেহ। যামিনি শেষ বেশ সব খণ্ডিত তবহুঁ না পাওত থেহ।। সখি হে হোর দেখ রাইক ঠাম। স্বেদিত সবতনু শ্বাস বহত ঘন কীয়ে করব পরিণাম।।ধ্রু।। শ্যামর বদন-কমল-মধু পানহিঁ অবহি কি ভেল বিভোর। অধরে অধর ধরি নিচলে নিচুম্বল প্রতিতনু ঠোরহিঁ ঠোর।। অতুল মদালসে সবহুঁ বিছুরল শূতলি ধনি তনু ঢারি। উহ কিয়ে […] keyboard_arrow_right
  • কৈছে সুরঙ্গিণি কয়লি পয়ান
    কৈছে সুরঙ্গিণি কয়লি পয়ান। যৈছন মোহন মুরলি বজান।। কৈছনে জানলি হাম ইহ ঠাম। অব তুহুঁ নহ কিয়ে অন্তরধাম।। বেশ পসারলি কৈছন রঙ্গে। মনহি মনোভব যৈথে তরঙ্গে।। তেঞি বুঝি মঝু পূরবি আশ। কোন সুরঙ্গিণি হোত উদাস।। তব অব বিরচহ নটন বিলাস। কামিনি করু কিয়ে আগে নিকাশ।। ঐছন নাগরি নাগর ভাষ। সহচরি-শ্রবণহি অমিয়া বিকাশ।। কৃষ্ণকান্ত কহ শুনি […] keyboard_arrow_right
  • গিরিবররাজ মাঝ পরম থল
    গিরিবররাজ মাঝ পরম থল শোভে শাখী ফুলদল সাথি। দরশে কলানিধি উরধে সু-থাম্বিত গন্ধহিঁ অন্ধিত ভূঙ্গক পাঁতি।। মৃদুতর পবন সেবন রসে ফীরত কুসুম গন্ধ সঞে মেলি। অণ্ডজ পাঁতি মাতি দরশ রসে রাতিক গতি ভুলি গেলি।। সখি হে কিয়ে ইহ পরম আনন্দ। রাধামোহন শ্যাম বিমোহিনি নাচত অতুল প্রবন্ধ।।ধ্রু।। নাগরি ডাহিন ভুজ সুবিরাজিত শ্যাম বাম ভুজ সঙ্গে। নীলিম […] keyboard_arrow_right
  • দুহুঁক বদনশশি ঝামর হইল
    দুহুঁক বদনশশি ঝামর হইল। দুহুঁ অবলম্বনে দুহুঁ সে রহিল। হোর দেখ রাই কানু অলস বিভঙ্গী। কৈছনে রহত দুহুঁ প্রতি তনু সঙ্গী।। অধরে অধর রহু চিবুকে চিবুক। ভুজে ভুজ বল্লরি বূকহি বুক।। জঘনে জঘনে রহু বসন নিধান। পদ পঙ্কজ যুগ কোন সন্ধান।। অতিহু নিরুপম বরণ মিশান। দুহুঁ ভেল এক নিসংশয় মান।। সপনকি জাগর একহি ধার। কৃষ্ণকান্ত […] keyboard_arrow_right
  • 1
  • 3
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ