গিরিবররাজ মাঝ পরম থল শোভে শাখী ফুলদল সাথি। দরশে কলানিধি উরধে সু-থাম্বিত গন্ধহিঁ অন্ধিত ভূঙ্গক পাঁতি।। মৃদুতর পবন সেবন রসে ফীরত কুসুম গন্ধ সঞে মেলি। অণ্ডজ পাঁতি মাতি দরশ রসে রাতিক গতি ভুলি গেলি।। সখি হে কিয়ে ইহ পরম আনন্দ। রাধামোহন শ্যাম বিমোহিনি নাচত অতুল প্রবন্ধ।।ধ্রু।। নাগরি ডাহিন ভুজ সুবিরাজিত শ্যাম বাম ভুজ সঙ্গে। নীলিম […]
keyboard_arrow_right