গিরিবররাজ মাঝ পরম থল
শোভে শাখী ফুলদল সাথি।
দরশে কলানিধি উরধে সু-থাম্বিত
গন্ধহিঁ অন্ধিত ভূঙ্গক পাঁতি।।
মৃদুতর পবন সেবন রসে ফীরত
কুসুম গন্ধ সঞে মেলি।
অণ্ডজ পাঁতি মাতি দরশ রসে
রাতিক গতি ভুলি গেলি।।
সখি হে কিয়ে ইহ পরম আনন্দ।
রাধামোহন শ্যাম বিমোহিনি
নাচত অতুল প্রবন্ধ।।ধ্রু।।
নাগরি ডাহিন ভুজ সুবিরাজিত
শ্যাম বাম ভুজ সঙ্গে।
নীলিম হেন মৃণাল কি খেলত
আনন্দ সায়র তরঙ্গে।।
নটন বেগে যব অন্তরিত দুহুঁ জন
তবহিঁ মিশায়ত অঙ্গ।
কর পদ চালনি কঙ্কণ কিঙ্কিণি
করতহিঁ বিবিধ তরঙ্গ।।
দুহুঁ অঙ্গ মাধুরি দুহুঁ অবলোকই
দুহুঁজন নয়ন বিভোর।
কৌতুক লাগি আনত চলই হেরু
তবহিঁ দুহুঁক মুখ ওর।।
প্রতি লতা শাখিক আশ পুরাইতে
নিয়ড়ে নিয়ড়ে চলি যায়।
চৈতন্য চরণ কৃষ্ণকান্ত নিতান্ত-ধন
(ইহ বিনু ) লোচন কৈছে জুড়ায়।।