কৈছে সুরঙ্গিণি কয়লি পয়ান।
যৈছন মোহন মুরলি বজান।।
কৈছনে জানলি হাম ইহ ঠাম।
অব তুহুঁ নহ কিয়ে অন্তরধাম।।
বেশ পসারলি কৈছন রঙ্গে।
মনহি মনোভব যৈথে তরঙ্গে।।
তেঞি বুঝি মঝু পূরবি আশ।
কোন সুরঙ্গিণি হোত উদাস।।
তব অব বিরচহ নটন বিলাস।
কামিনি করু কিয়ে আগে নিকাশ।।
ঐছন নাগরি নাগর ভাষ।
সহচরি-শ্রবণহি অমিয়া বিকাশ।।
কৃষ্ণকান্ত কহ শুনি সখিবৃন্দ।
আগে ধ্বনিত করতাল মৃদঙ্গ।।