দুহুঁক বদনশশি ঝামর হইল।
দুহুঁ অবলম্বনে দুহুঁ সে রহিল।
হোর দেখ রাই কানু অলস বিভঙ্গী।
কৈছনে রহত দুহুঁ প্রতি তনু সঙ্গী।।
অধরে অধর রহু চিবুকে চিবুক।
ভুজে ভুজ বল্লরি বূকহি বুক।।
জঘনে জঘনে রহু বসন নিধান।
পদ পঙ্কজ যুগ কোন সন্ধান।।
অতিহু নিরুপম বরণ মিশান।
দুহুঁ ভেল এক নিসংশয় মান।।
সপনকি জাগর একহি ধার।
কৃষ্ণকান্ত অন্তর বুঝই না পার।।