দুহুঁক বেয়াকুল হেরি সব সহচরি
বহু পরবোধলি তায়।
কত পরিহাস-বচনে পুন দুহুঁ জনে
বিরহ করয়ে অন্তরায়।।
দেখ দেখ অপরুপ সখি সুচতুর।
রভস-সরোবরে দুহুঁক ডুবায়ই
আপন মনোরথ পূর।।
দুহু-মুখ দুহঁ জন চুম্বই পুন পুন
দুহুঁ দোহাঁ কোরে আগরি।
তেজল সরম ভরম ধনি বিছুরল
গেহ-গমন পুন ভোরি।।
সহচরিগণ সব মনহি বিচারই
কৈছে লেয়ব দুহুঁ বাসে।
তৈখনে নয়ন-যুগল ভেল ঢল ঢল
কহতহি বলরাম দাসে।।