কমল শুখায়ল ভমর নই আব।
পথিক পিয়াসল পানি ন পাব।।
দিন দিন সরোবর হোই অগারি।
অবহু নই বরিষই মহী ভর বারি।।
যদি তোহেঁ বরিষব সময় উপেখি।
কী ফল পাওব দিবস দিপ লেখি।।
ভনই বিদ্যাপতি অসময় বানী।
মুরুছল জীবয় চুরু এক পানী।।
কমল শুখায়ল ভমর নই আব।
পথিক পিয়াসল পানি ন পাব।।
দিন দিন সরোবর হোই অগারি।
অবহু নই বরিষই মহী ভর বারি।।
যদি তোহেঁ বরিষব সময় উপেখি।
কী ফল পাওব দিবস দিপ লেখি।।
ভনই বিদ্যাপতি অসময় বানী।
মুরুছল জীবয় চুরু এক পানী।।