কহইতে সো ধনি বচন না শুন।
পহিল সম্ভাষে পুছই নাহি পূন।।
আন পরথাই যাই যব পাশে।
আন সম্ভাষি আন পরিহাসে।।
শুন শুন মাধব তুহুঁ সুচতুর।
কিয়ে বিধি পরসন্ন কিয়ে প্রতিকূল।।
লাজে লাজাই কহলুঁ এক বেরি।
যতনহি নয়নকোণে নাহি হেরি।।
মুকুলিত সহকার কুসুম না ভেল।
হেরি হেরি ভ্রমর নিরাশ ভৈ গেল।।
করকুবলয় চীর চিকুর ছোঁয়ায়ে।
কিয়ে পরকিত কিয়ে ভাব বুঝায়ে।।
অপসরে আন সঞে প্রিয় সখী সঙ্গ।
জ্ঞানদাস কহ বুঝল অনঙ্গ।।