কহিছে বড়াই “শুন ধনী রাই

কহিছে বড়াই “শুন ধনী রাই
বেলা সে উচর হল।
তোলহ পশরা অতি রবি খরা
তুরিত করিয়া চল।।
গৃহপতি তারা অতি সে মুখরা
গঞ্জিব কতেক গালি।”
শুনি উঠে তাপ বিষম সন্তাপ
গমন তুরিতে ভালি।।
লোক চরচাতে হেন মনে করে
সকল বুড়ির দোষ।
আমি না আইলে কেবা লয়ে যায়
কাহারে করিব রোষ।।
রাধা বলে তায় ”কিবা আছে ভয়
যে করু সে করু পাছে।
এ হেন সম্পদ পাইয়া আমরা
আর কি জগতে আছে।।
শুনগো বেদনী বড়াই চেতনী
তুমি সে নাটের নাট।
গোপনী যে রস করিলে বেকত
পাতালে রসের হাট।।
এখন কেন বা ভয় পরিসর
তখনি ভরসা বাঁধ।
কানুর চরণে ভেজাতে যতনে
যতনে তাহাই ছাঁদ।।”
চণ্ডীদাস বলে চলহ তুরিতে
বিলম্ব নাহিক ধনি।
বহুদূর পথ গোকুল নগরী
সাজাহ পশরা খানি।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ