কহেন কারণ নন্দের নন্দন —
“তুমি কি জানহ মোরে।
কোটি ব্রহ্মা আছে কিবা তার কাছে
গণনা আছয়ে তোরে।
মুদহ নয়ান দেখহ গেয়ান
দেখাব কতেক জনা।।
শতমুখ দেখ সহস্রমুখে দেখ
দশমুখ আছে কতি।”
এ সব দেখল মুদিত নয়ন
কে জানে ঐছন গতি।।
মন বিচারিয়া দেখল বেকত
হইল ফাঁফর মনে।
চরণে পড়িয়া স্তুতি করি শত–
“কে তোমা-মহিমা জানে।।
ক্ষেম অপরাধ কর পরসাদ
শুনহ গোলোক-হরি।
আমি না জানিয়ে অপার অগাধ
এ রস-মহিমা-কেলি।।”
চণ্ডীদাস কহে— “দয়ার সাগর
ধরিয়া এ দুই বাহে।
উঠ উঠ বলি কহে বনমালী
পাইয়া কিছুই মোহে।।”