কহে হেন হবে কি আমারে।
এ হেন দেখিব রাইয়েরে।।
ললিতা অঙ্গুলি করে ধরি।
অভিসার করব সুন্দরী।।
সে বদনচান্দের মাধুরী।।
সে হাস্য যে বিনোদচাতুরী।।
সে নয়নকোণের চাহনি।
মৃদু হাস্য মুখ মোড়ায়নি।।
বলয়াকিঙ্কিণীধ্বনি শুনি।
মদনকে জাগায় মোহিনী।।
তাহা আমি শুনিব কি কানে।
চমক পাইবে মোর মনে।।
এ যদুনন্দনদাস ভণে।
রাই বিনু না রহে জীবনে।।