”কাঁচুলির কড়ি দশ লাখ নিব
হারের বিংশতি লক্ষ।
নয়ানের কোণে আছে কত ধন
বঙ্কিম যার কটাক্ষ।।
নিতম্ব মণ্ডল সাত লাখ নিব
নূপুর সহস্র পর।।
* * * অমূল্য রতন
যাহার নাহিক ওর।।
নীলবাস পর শোভিত সুন্দর
ইহা বা কিসের লেখা।
দশ লাখ নিব কে তোমা রাখিব
পেয়েছি তোমার দেখা।।
কিঙ্কিণী নূপুর কোটি লাখ নিব
যাহার উপমা নাই।
যত হয় লেখা নাহি যার রাখা
লইব তোমার ঠাঁই।।”
এত শুনি রাধা কহে আধা আধা
বসিয়া নাগর পাশে।
এত কিবা সহে দানের বিচার
কহে দ্বিজ চণ্ডীদাস।।