কাজরে রাঙ্গলি সঞে জনি রাতি।
অইসন বাহর হোইতে সাতি।।
তড়িতহু তেজলি মিত অন্ধকার।
আসা সংসয় পরু অভিসার।।
ভল ন কএল মঞে দেল বিসবাস।
নিকট জোএন সত কাহ্নক বাস।।
জলদ ভুজঙ্গম দুহু ভেল সঙ্গ।
নিচল নিসাচর কর রস ভঙ্গ।।
মন অবগাহএ মনমথ রোস।
জিবঞো দেলে নহি হোএত ভরোস।।
আগমন গমন বুঝএ মতিমান।
বিদ্যাপতি কবি এহু রস জান।।