কানু অনুরাগে ঘরে রহিতে না পারি।
কেমনে দেখিব তারে কহ না বিচারি।।
গুরুজন-নয়ন-পাপগণ বারি।
কেমনে মিলিব সখি নিশি উজিয়ারি।।
কানুর পিরিতি হাম ছাড়িতে নারিব।
রহিতে না পারি ঘরে কেমনে যাইব।।
শুনি কহে সখী শুন মো সভার বোল।
সবহুঁ ঘুমায়ব নহ উতরোল।।
যৈছন যামিনি কৌমুদি ঘোর।
তৈছন বেশ বনায়ব তোর।।
এতহুঁ কহই করু বেশ বনান।
ধনি অনুরাগিনি জ্ঞানদাস ভান।