কানাই করিয়া কোলে।
যশোদা কিছুই বলে।।
তুমি কি ছাড়িবে মায়।
শুন হে যাদব রায়।।
কি দোষ পাইয়া মোর।
কিছু না জানিল ওর।।
মায়ের কি দোষ ধরি।
দোষ গুণ না বিচারি।।
তোরে উদূখলে বাঁধি।
কি দোষ তাহার সাধি।।
সে দোষ পাইয়া যদি।
ছাড়ি যাবে গুণনিধি।।
অনেক তপের ফলে।
তোমারে পাইল কোলে।।
মুই সে অভাগিনী নারী।
ছাড়হ অনাথ করি।।
মায়ের করুণ শুনি।
হেঁট মাথে গুণমণি।।
চণ্ডীদাস গুণ গায়।
কিছু না কহয়ে মায়।।