কানাই, একবার এই ব্রজের দশা দেখে যা রে।
তোর মা যশোদা কিরূপ হালে আছে রে।।
শোকে তোর পিতা নন্দ কেঁদে কেঁদে হল অন্ধ,
আরও গোপীগণ হয়ে ধন্দ রযেছে।
বাল-বৃদ্ধ-যুবা আদি নিরানন্দ নিরবধি
তারা না দেখে চরণ-নিধি তোর ওরে।।
পশু পক্ষী উচাটন না শুনে তোর বাঁশীর গান
লালন কয়, ছিদাম করে হেন বিনয় রে।।