কালিয়া বরণ ধরিলে যতন
মেলহ নয়ান দুটি।
পুথলি উপরে ধরহ কালিয়া
তার তেন মুছি দুটি।।
নোটন বন্ধান কুণ্ডল করিয়া
তাহা বা পরেছ রাধে।
কালজাদ কাল তাহা কেনে ধনি
পরিয়াছ নিজ সাধে।।
নয়নে পরিলে কাজল কালি
মুছিয়া করহ দূর।
হিয়ার কাঁচলি কালিয়া বরণ
কেন বা ধরেছ ওর।।
ভাঙ ভুজ দুটি উপরে ধরিলে
অঙ্গের বসন কাল।
নিরবধি ভর যমুনার নীর
তাহা নিতি আন ভাল।।
তোমার অঙ্গের নীল নব বাস
তাহা বা পরিলে কেনে।
এ সব চাতুরী অপার বচন
দ্বিজ চণ্ডীদাস ভণে।।