কালিয়া বরণ ধরিলে যতন

কালিয়া বরণ ধরিলে যতন
মেলহ নয়ান দুটি।
পুথলি উপরে ধরহ কালিয়া
তার তেন মুছি দুটি।।
নোটন বন্ধান কুণ্ডল করিয়া
তাহা বা পরেছ রাধে।
কালজাদ কাল তাহা কেনে ধনি
পরিয়াছ নিজ সাধে।।
নয়নে পরিলে কাজল কালি
মুছিয়া করহ দূর।
হিয়ার কাঁচলি কালিয়া বরণ
কেন বা ধরেছ ওর।।
ভাঙ ভুজ দুটি উপরে ধরিলে
অঙ্গের বসন কাল।
নিরবধি ভর যমুনার নীর
তাহা নিতি আন ভাল।।
তোমার অঙ্গের নীল নব বাস
তাহা বা পরিলে কেনে।
এ সব চাতুরী অপার বচন
দ্বিজ চণ্ডীদাস ভণে।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ